ফেইসবুক না ফেইকবুক

ফেইসবুকের জন্মই হয়েছিলো বিট্রেয়ালের মাধ্যমে।

ফেইসবুকের জন্মই হয়েছিলো বিট্রেয়ালের মাধ্যমে। যারা তাকে তাদের আইডিয়াকে শুধু প্রোগ্রামিং করতে বলেছিলো, তাদেরকেই জুকারবারগ দিনের পর দিন ডজ করে, প্রতারিত করে নিজের নামে করে নিয়েছিলো ফেইসবুক। কিছুদিন পরেই তার সবচে কাছের বন্ধু (আরেক কো-ফাউন্ডার), যে তাকে অর্থ দিয়ে ভাসিয়ে রেখেছিলো, তাকেই তিনি লাথি মেরে সরিয়ে দেন ফেইসবুক থেকে। পরের ইতিহাস যে কি হতে পারে, তা পৃথিবী বুঝার আগেই এই সমাজকে পুরাপুরি পঙ্গু করে দেবে ফেইসবুক তার চরম অসামাজিক প্লাটফরম 'মেটাভারস' দিয়ে। সেদিন আর বেশী দূরে নাই।

Comments