বঙ্গীয় নারীবাদীদের ভণ্ডামি

Comments · 1112 Views

Schrodinger's feminism: A woman is in the empowered state and the victim state at the same time. The actual state depends on the situation that benefits her.

ফেমিনিজম ধর্ম অনুসারে তো বিয়েতে স্বামী-স্ত্রীর সমান contribution থাকার কথা, তাই না?

যৌতুক, দেনমোহর কোনটাই থাকবে না, তবে বাসায় যদি শুধু স্বামী স্ত্রী থাকে, তাহলে খাট, আলমারি, ফ্রিজ, টেবিল যা ই লাগে, তার অর্ধেক স্বামী দিলে বাকি অর্ধেক তো স্ত্রীর নিয়ে আসার কথা, তাই না?

আবার সংসারের সব খরচ, ভরণপোষণ এই সবকিছুর খরচ তো দুইজনের ই সমান দেয়ার কথা।

কিন্তু আশ্চর্যজনক ভাবে বাংলাদেশী কিছু ফে*মিনিস্ট এসব ক্ষেত্রে ফে*মিনিজম choose না করে পাক্কা ধার্মিক হয়ে যায়, তারা ৫-৭ লাখ দেনমোহর চায়,(যদিও স্বামীর সামর্থ্যের বাইরে মোহরানা নির্ধারণ হারাম, এখানে আবার ধর্ম মানবে না?) সংসারের সমস্ত আসবাবপত্র তারা দুজন ব্যবহার করলেও তারা কিছু আনবে না, সব স্বামীই আনবে সেটা চায়, আবার ভরণপোষণ ও স্বামী ই দিবে সেটা চায়।

যদিও স্বামীর আনুগত্য, স্বামীর অনুমতি ছাড়া চাকরি না করা, ঘর থেকে বের না হওয়া, ঘরে কাওকে ঢুকতে না দেয়া,divorce দেয়ার অধিকার শুধু স্বামীর... ইসলামের এসব বিধান শুনলে তাদের reaction : "এসব ১৪০০ বছর আগের rules মানতে পারব না?"

Comments
Shahanaz, Dhaka University 2 yrs

Protidin husband koy hr. Job koren, wife er manhour nei??

 
 
Shahanaz, Dhaka University 2 yrs

Income korar proyojon ki?