BTS - History

Comments · 288 Views

“বিটিএস(BTS)” নামটি কমবেশি সবার পরিচিত। বর্তমান বিশ্বের বহুল আলোচিত এবং একই সাথে সমালোচিত একটি প্রসঙ্গ এই বিটিএস

 
 
বিটিএস(BTS)” নামটির সাথে কমবেশি সবাই পরিচিত। বর্তমান বিশ্বের বহুল আলোচিত এবং একই সাথে সমালোচিত একটি প্রসঙ্গ এই বিটিএস।
 
প্রথমেই পরিচিত হওয়া যাক বিটিএস এর সাথে।  বিটিএস(BTS) এর পূর্ণরূপ হলো (방탄소년단) Bangtan Sonyeondan যার ইংরেজী করলে দাঁড়ায় Bulletproof Boy Scouts। এরা Bangtan Boys এবং Beyond The Scene  নামেও পরিচিত। বিটিএস হলো দক্ষিন কোরিয়ার একটি জনপ্রিয় কেপপ বয় ব্যান্ড। ২০১০ সালে এটি গঠিত হয় এবং পুরো বিশ্বের সামনে প্রকাশ ঘটায় ২০১৩ সালে বিগহিট এন্টারটেইনমেন্টসের আন্ডারে। এর সদস্য সংখ্যা ৭। তারা হলেনঃ
 
১. কিম নামজুন (Kim Namjoon)
স্টেজ নেমঃ RM (Real Me)
বার্থ ডেটঃ সেপ্টেম্বর ১২, ১৯৯৪
পজিশনঃ লিডার, মেইন র্যাপার
 
২. কিম সিওকজিন (Kim Seokjin)
স্টেজ নেমঃ জিন (Jin)
বার্থ ডেটঃ ডিসেম্বর ০৪, ১৯৯২
পজিশনঃ সাব ভোকালিস্ট, ভিজ্যুয়াল
 
৩. মিন ইয়ুংগি (Min Yoongi)
স্টেজ নেমঃ সুগা (Suga)
বার্থ ডেটঃ মার্চ ০৯, ১৯৯৩
পজিশনঃ লিড র্যাপার
 
৪. জাং হোসিওক (Jung Hoseok)
স্টেজ নেমঃ জে-হোপ (J-Hope)
বার্থ ডেটঃ ফেব্রুয়ারি ১৮, ১৯৯৪
পজিশনঃ মেইন ড্যান্সার, সাব র্যাপার, সাব ভোকালিস্ট
 
৫. পার্ক জিমিন (Park Ji-min)
স্টেজ নেমঃ জিমিন (Jimin)
বার্থ ডেটঃ অক্টোবর ১৩, ১৯৯৫
পজিশনঃ মেইন ড্যান্সার, লিড ভোকালিস্ট
 
৬. কিম তেয়হ্যুং (Kim Taehyung)
স্টেজ নেমঃ ভি (v)
বার্থ ডেটঃ ডিসেম্বর ৩০, ১৯৯৫
পজিশনঃ লিড ড্যান্সার, সাব ভোকালিস্ট, ভিজ্যুয়াল
 
. জিওন জাংকুক (Jeon Jungkook)
স্টেজ নেমঃ জাংকুক (Jungkook)
বার্থ ডেটঃ সেপ্টেম্বর ০১, ১৯৯৭
পজিশনঃ মেইন ভোকালিস্ট, লিড ড্যান্সার, সাব র্যাপার, সেন্টার, ম্যাকনে
 
 
বিটিএস মূলত হিপহপ গ্রুপ এবং গ্রুপ মেম্বার রাই বেশিরভাগ কো-রাইট এবং কো-প্রোডিউসিং এর কাজ করে। বিটিএস এর প্রথম মিউজিকাল যাত্রা শুরু হয় তাদের প্রথম গান "নো মোর ড্রিমস" এর মাধ্যমে (from 2 kool 4 skool). তাদের প্রথম অ্যালবাম ছিলো "O!RUL8,2?'' তাদের প্রথম একক অ্যালবাম ছিলো "2 kool 4 skool" তাদের প্রথম কোরিয়ান ভাষার স্টুডিও অ্যালবাম "ডার্ক ওয়াইল্ড" এবং প্রথম জাপানিজ ভাষার স্টুডিও অ্যালবামের নাম "ওয়েক আপ" । তাদের ফ্যান্ডম এর নাম "আর্মি" এবং ফ্যান্ডম রং হচ্ছে পার্পল, লাইটস্টিক এর নাম আর্মি বোম্ব আর এর রং ধূসর।
Comments